তাসকিনের ফাইফার, ১৫২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

তাসকিনের ফাইফার, ১৫২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ৩৩৪ রানের লক্ষ্য পেয়েছেন মুমিনুল হক-লিটন দাসরা। ৬ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান চাপায় পড়েছিল বাংলাদেশ। ৯ উইকেট হারিয়ে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে ১৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ।

জাকের-তাইজুলরা ওই শঙ্কা কাটান। ৯ উইকেটে ২৬৯ রান তুলে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে মেহেদী মিরাজরা পিছিয়ে ছিলেন ১৮১ রানে। ওই রান নিয়েই চতুর্থ দিন সকালে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের হয়ে মুমিনুল হক ১১৬ বলে ৫০ রান করে আউট হন। লিটন দাসের ব্যাট থেকে ৪০ রান আসে। জাকের আলী ৫৩ রান যোগ করেন। এছাড়া মিরাজ ২৩ ও তাইজুল ২৫ রান করেন। সেট হয়ে ফিরে যান শাহাদাত হোসেন, জাকির হাসানরাও।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভার্স ১১৫ রানের হার না মানা ইনিংস খেলেন। মাইকেল লুইস ৯৭ ও আলিক আথানজে ৯০ রান করে সাজঘরে ফিরে যান।

samakal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here