সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশত্যাগের পর ক্ষমতার পটপরিবর্তনে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেন, ‘দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলেছি, যেদিন নির্বাচন হবে বিএনপি (সেদিন) ক্ষমতায় যাবে। কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না। ক্ষমতায় গিয়েও নয়, এখনো নয়।’
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দল এই আলোচনা সভার আয়োজন করে।
দেশের সংকটময় মুহূর্তে সঠিক ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ১৯৭১-এর চেতনায় উদ্দীপ্ত যুবক যে এখনো দেশে আছে, সেটার বড় প্রমাণ আবু সাঈদ। আবু সাঈদ হাজারো বছর হিরো হিসেবে বেঁচে থাকবে।
শেখ হাসিনার সরকার পুলিশকে পৃথিবীর নিকৃষ্টতম বাহিনীতে পরিণত করেছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এমন কোনো কাজ নেই, যা তারা করেনি। এখনো তাদের অনেকে পলাতক। স্থানীয় জনগণের রোষে কেউ কেউ নিহত হয়েছেন। তাঁদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা ও আওয়ামী লীগ।’
বিএনপিতে জিয়াউর রহমানের আদর্শ প্রতিফলিত হয়নি মন্তব্য করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এখন আশা করব, বিএনপির প্রত্যেক সৈনিক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হবেন। আমরা শেখ হাসিনার মতো হতে চাই না। আওয়ামী লীগের মতো হতে চাই না।’
পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, ‘গতকাল শপথ নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর নেতৃত্বে (পিলখানা হত্যাকাণ্ডের) একটা তদন্ত হয়েছিল। কিন্তু ওই প্রতিবেদন আলোর মুখ দেখেনি। আমরা চাই, তাঁর নেতৃত্বে করা প্রতিবেদন প্রকাশ করা হোক।’
বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, জয়নাল আবেদীন ফারুক, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) প্রমুখ।
prothom alo