- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ফেব্রুয়ারি ২০২২
বিপিএলের ডু অর ডাই ম্যাচে সংগ্রহটা বড় হলো না মিনিস্টার গ্রুপ ঢাকার। শুক্রবার মিরপুরে বরিশালের বিরুদ্ধে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৮ রান করেছে মাহমুদউল্লাহ শিবির। স্কোরের সিংহভাগ রানই এসেছে তামিমের ব্যাট থেকে। জিততে হলে বরিশালের দরকার ১২৯ রান।
ঢাকার স্কোর হয়েছে মূলত তামিমের ব্যাটে। আর সাখে ছিলেন শুভাগত হোম। এই দুজন ছাড়া কেউ দাঁড়াতে পারেনি বরিশালের বোলারদের সামনে। ৫০ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তামিম। তার ইনিংস সাজানো নয়টি চার ও একটি ছক্কায়।
শেষের দিকে শুভাগত হোম খেলেন ২৭ বলে ২১ রানের মন্থর ইনিংস। তিনি হাঁকান দুটি চার ও একটি ছক্কা। ঢাকার বাকি ব্যাটাররা ছিলেন যাওয়া-আসার মিছিলে। কেউ ছুতে পারেনি দুই অঙ্কের রান
বল হাতে বরিশালের হয়ে মেহেদী রানা, ডুয়াইন ব্রাভো, শফিকুল ইসলাম দুটি করে উইকেট নেন। ৪ ওভারে ১৫ রানে এক উইকেট নেন আফগান স্পিনার মুজিব উর রহমান। সেখানে ৪ ওভারে ২১ রানে ১ উইকেট নেন সাকিব আল হাসান।