তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না : গয়েশ্বর

  • রাজশাহী ব্যুরো
  •  ০৯ জানুয়ারি ২০২৩, ২১:৩৪
রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা : ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন গয়েশ্বর। – ছবি : নয়া দিগন্ত

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা : ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগ সরকার আবারো নিজেদের মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দুদক ও আদালতকে ব্যবহার করেছে। কিন্তু এগুলো করেও সরকারের শেষ রক্ষা হবে না।’

তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে তাতে পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগও তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল। বিএনপি তখন গণতন্ত্রের স্বার্থে সংসদে আইন পাস করিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিল। অথচ এখন তারাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। নিজেদের স্বার্থে সংবিধান বার বার পরিবর্তন করলেও এ বিষয়ে কোনো কাজ করছে না।’

অভিযোগ করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘বাংলাদেশে এমন কোনো ব্যক্তি ও রাজনৈতিক নেতা নেই যিনি আদালত থেকে জামিন পাননি। অথচ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা কারণে সাজা দিয়ে জেলে রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘অবৈধ সরকার ব্যাংকব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম। এতে পণ্যদ্রব্যের দাম জনগণের নাগালের বাইরে চলে গেছে। তাই মানুষ অত্যন্ত অসহায়ভাবে জীবনযাপন করছে।’

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিএনপি ছাই ছিটিয়ে দেবে উল্লেখ করে গয়েস্বর বলেন, ‘সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এ অন্যায় থেকে বাঁচতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন ব্যবহার করে আবারো ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু এ আশায় ছাই ছিটিয়ে দেবে বিএনপি। এজন্য দেশব্যাপী সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে।’

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১০ দফা দাবি ও ২৭ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছেন, তিনি তা তুলে ধরেন।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, ত্রাণ ও পুণর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার প্রমুখ।