ঢাকা-৫ আসনের উপনির্বাচন: সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা, দায়িত্বরত কর্মকর্তাকে হয়রানি

Daily Nayadiganta
সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা, দায়িত্বরত কর্মকর্তাকে হয়রানি – নয়া দিগন্ত


ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না পুলিশ। বেলা এগারোটায় ওই কেন্দ্রে গেলে পুলিশ সাংবাদিকদের একুশে ভবনের কেন্দ্রে ঢুকতে বাঁধা দিয়ে অন্য ভবনে যেতে বলেন।

পুলিশের কনেস্টেবল হানিফ নয়া দিগন্তকে বলেন, আপাতত এই ভবনে সাংবাদিকদের ঢুকতে প্রিজাইডিং কর্মকর্তার নিষেধ আছে। আপনি অন্য ভবনগুলো ঘুরে আসেন। এদিকে ঢাকা জেলা নির্বাচন অফিসের অফিস সহকারী আবুল বাশার এই কেন্দ্রের কন্টোলরুমের দায়িত্বে থাকলেও ১ ঘণ্টা ঘুরেও কন্ট্রোলরুমে ঢুকতে পারেনি।

আবু্ল বাশার নয়া দিগন্তকে বলেন, সকাল ১০ টায় আমি কেন্দ্রে আসি। এসে এখানে দায়িত্বরত কন্ট্রোলরুম কোথায় জানতে চাইলে আমাকে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে।

এর আগে সকাল নয়টায় ভোট শুরু হয়। উল্লেখ্য, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় ঢাকা-৫ আসনটি শূন্য হয়। নির্বাচনে আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির মীর আব্দুর সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪টি থানা মতিঝিল (আংশিক), যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলী (আংশিক) নিয়ে আসনটি গঠিত। এ আসনে ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ১হাজার ৯৫টি বুথে ভোটগ্রহণ চলছে। এখানে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। যাঁদের মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী দুই লাখ ২৯ হাজার ৬৬৫ জন।