- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ এপ্রিল ২০২৩, ২২:০৮

ঢাকা টেস্টে অনিশ্চিত তামিম ইকবাল খান। আগামীকাল মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে দেখা নাও যেতে পারে দেশ সেরা এই ওপেনারকে। একমাত্র ছেলে আরহামের অসুস্থতার ফলে ম্যাচ শুরু আগের দিন এমন শঙ্কা দেখা দিয়েছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে চোটের কারণে তাসকিন আহমেদ ছুটে যাবার পর এবার তামিম ইকবালকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রোববার দলের সাথে অনুশীলনে যোগ দিলেও ম্যাচ শুরুর আগের দিন দেখা দিয়েছে এমন অনিশ্চয়তা।
জানা গেছে, হঠাৎ ছেলে আরহাম অসুস্থ হওয়াতেই কিনা এমন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তামিম ইকবালের পরিবারে তার ছেলে খুব অসুস্থ। তাকে নিয়ে সে ব্যস্ত আছে। শেষ মুহূর্তে সে খেলবে কিনা আমরা নিশ্চিত নই। কিন্তু আমরা আশা করি হয়ত খেলবে।’
সবশেষ গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তামিম। এরপর সাদা পোশাকের ক্রিকেটে খেলা হয়নি তার। ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দু‘ম্যাচে টেস্ট সিরিজ হলেও চোটের কারণে খেলতে পারেন তিনি। আগামীকাল খেলতে না পারলে সাদা পোশাকে তামিমকে দেখার অপেক্ষা আরো বাড়বে সমর্থকদের।