ঢাকার রাজপথ শিক্ষার্থীদের দখলে

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছেন তারা। ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, দেখা দিয়েছে যানজট।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা প্রগতি সরণি সড়ক অবরোধ করে ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা মেধা মেধা’, ‘লাঠিসোঁটা, টিয়ার গ্যাস জবাব দেবে বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।