প্রকাশ : বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ২০:৫২

সাম্প্রতিক সময়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত কলেজ দু’টির শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। আহত হচ্ছেন। সড়কে অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করছেন। আবার এসব মারামারি থামাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে বেগ পেতে হচ্ছে। অনেকে আহতও হচ্ছেন। মাঝে মধ্যে ঢাকা কলেজের সাথে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরও সংঘর্ষে জড়াতে দেখা যায়। নানা সময়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে দেখা গেছে। এসব সংঘর্ষের সাথে কখনো রাজনৈতিক সম্পৃক্ততাও ছিল। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পর গত আট মাসে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ১১ বার সংঘর্ষ হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কলেজ দু’টির শিক্ষার্থীদের মধ্যে এসব মারামারি কি উদ্দেশ্যপ্রণোদিত? এগুলোর পেছনে কি কেউ ইন্ধন দিচ্ছে?
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ব্যক্তিগত দ্ব›দ্ব, নারীঘটিত বিবাদ ও আধিপত্য বিস্তার থেকে কলেজ দু’টির মধ্যে মারামারির ঘটনাগুলো ঘটছে। প্রশ্ন হলো- কলেজ কর্তৃপক্ষ কী করে? গত আট মাসে যে ১১ বার মারামারির ঘটনা ঘটল- এগুলোর সাথে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে? যেসব শিক্ষার্থী মারামারি করেছে তাদের ও তাদের অভিভাবকদের সাথে কি কলেজ কর্তৃপক্ষ কখনো বসেছে? কারা বারবার এসব মারামারির সাথে জড়িয়ে পড়ছে তাদের চিহ্নিত করে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে না? মারামারি করে, জনভোগান্তি সৃষ্টি করে যদি কোনো শাস্তির মুখোমুখি হতে না হয় তাহলে তো শিক্ষার্থীরা মারামারি করতে আরো বেশি উৎসাহবোধ করবেন! কলেজ দুটোর কি নিয়ম বলতে কিছু নেই যে, যে যার মতো মারামারি করবে আর তাদের কিছুই হবে না!
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা বারবার সংবাদ শিরোনাম হচ্ছে। গণমাধ্যমে সংঘর্ষের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে। এসব বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা নিশ্চিয়ই অসচেতন নন। কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদের বিষয়ে কতটা সচেতন? তারা কি তাদের সন্তানদের এসব মারামারির বিষয়ে শক্তভাবে বারণ করছেন? শিক্ষার্থীদের অভিভাবকরা যে তাদের সন্তানদের বিষয়ে কিছুটা উদাসীন, এসব ঘটনা তারই ইঙ্গিত দেয়।
গত কয়েক দশকের বাংলাদেশে সঙ্ঘাত-সংঘর্ষ আমাদের রাজনৈতিক জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে। এসবের প্রভাব যে শিক্ষার্থীদের ওপর পড়ছে তা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় স্পষ্ট। এগুলো নিয়ে ভাবনার সময় এসেছে। শিক্ষার অন্যতম উদ্দেশ্য মূল্যবোধ সৃষ্টি করা। কিন্তু প্রচলিত শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের কাক্সিক্ষত মূল্যবোধ সৃষ্টিতে ব্যর্থ হচ্ছে। শিক্ষার্থীরা যখন তুচ্ছ ঘটনায় নিজেদের মধ্যে সঙ্ঘাত-সংঘর্ষে জড়ায়, তখন তা নিয়ে জাতীয়ভাবে ভাবতে হবে।
আমরা মনে করি, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মারামারির ঘটনায় কলেজ কর্তৃপক্ষের চুপ করে বসে থাকার সুযোগ নেই। এসব ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে- যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনায় জড়ানোর সাহস না পায়।