সাকিব আল হাসানের পর মাহমুদউল্লাহ রিয়াদও টি২০ থেকে অবসর নিচ্ছেন। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ করছেন তিনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও নির্বাচক প্যানেলকে নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি। বিসিবির একটি সূত্র জানায়, দিল্লি থেকে এসএমএস করেছেন ৩৮ বছর বয়সী এ ক্রিকেটার। দেশ থেকে ফোনে রিয়াদকে ধন্যবাদ জানান নির্বাচকরা।
বিসিবি নির্বাচক প্যানেলের একজন সদস্য সমকালকে ফোনে বলেন, ‘রিয়াদের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। তিনি লম্বা সময় দেশকে সার্ভিস দিয়েছেন। এই সিরিজ দিয়ে শেষ করছেন টি২০ ক্যারিয়ার। তাঁর সুন্দর ভবিষ্যৎ কামনা করি।’
সাকিব অবসরের ঘোষণা দেওয়ার পর রিয়াদও একজন নির্বাচককে বার্তা দিয়েছিলেন ভারত সিরিজ শেষ করে দেশে ফিরে টি২০ ক্যারিয়ার নিয়ে কথা বলতে চান। তারাও অপেক্ষায় ছিলেন মিডল অর্ডার এ ব্যাটারের কথা শোনার জন্য। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে বলেছিলেন, নির্বাচকদের নিজের পরিকল্পনা জানাবেন রিয়াদ।
গোয়ালিয়রে ভালো করতে না পারা ডানহাতি এ ব্যাটার ভেতরের ডাক শুনতে পেয়ে দেশে বার্তা পাঠাতে দেরি করেননি। এ ব্যাপারে ফোন করে রিয়াদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আজ সিরিজ নির্ধারণী দ্বিতীয় টি২০ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি।
২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি২০ অভিষেক রিয়াদের। গত ১৭ বছরে ১৩৯টি ম্যাচ খেলে ২ হাজার ২৯৫ রান ও ৪০ উইকেট শিকার করেন। ১১৭.৭৪ স্ট্রাইক রেট, গড় ২৩.৪৮। সর্বোচ্চ হার না মানা ৬৪। ৪৩ টি২০ ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। ২০২১ সালে তাঁর নেতৃত্বে আরব আমিরাতে টি২০ বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ।
samakal