- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২১
আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যে বুধবার সফরের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
বিপিএলের পর আফগানিস্তানের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষ হবে ৫ মার্চ। এরপর খুব বিশ্রামের সুযোগ পাবে না টাইগাররা। যেতে হবে দক্ষিণ আফ্রিকা।
সূচি অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের দ্বিপক্ষীয় লড়াই। শুরুটা ওয়ানডে দিয়ে। ১৮, ২০ ও ২৩ মার্চ তিন ওয়ানডে। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।
এরপর টেস্ট সিরিজ। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল, ভেন্যু- পোর্ট এলিজাবেথ।