![]()

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম টেস্ট মাঠে গড়াচ্ছে। কোন দল আগে ব্যাটিং-বোলিং করবে, তা নির্ধারণে হয়ে গেল টস। সিলেটে টসে হেরেছে বাংলাদেশ। তারা বোলিং পেয়েছে। আগে ব্যাটিং করবে আয়ারল্যান্ড।
এই ম্যাচে বাংলাদেশের টেস্ট ক্যাপ পেলেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। বাংলাদেশের হয়ে শুধু টি–টোয়েন্টি খেলেছেন তিনি। লম্বা সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে পারফর্ম করছিলেন মুরাদ। ৩৯টি ম্যাচ খেলে ১৬৫ উইকেট নিয়েছেন ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের এই ক্রিকেটার। মুরাদকে টেস্ট ক্যাপ পরান আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
দুই পেসার ও তিন স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ।
২০২৩ সালের এপ্রিলে দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। মিরপুরে সেই ম্যাচে চার দিনেই জিতেছিল বাংলাদেশ।
২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটি আয়ারল্যান্ডের ১১তম ম্যাচ। তিনটি জিতেছে তারা, হেরেছে সাতটি। এনিয়ে দ্বিতীয়বার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে তারা। আগেরটিতে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকক্যার্থি, ম্যাথু হাম্ফ্রেস, ক্রেইগ ইয়াং।








