জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫৩৯৩ জন চিকিৎসা সহায়তা পেয়েছেন : প্রেস উইং

নয়া দিগন্ত অনলাইন
প্রেস উইং
প্রেস উইং |সংগৃহীত

চব্বিশের জুলাই অভ্যুত্থানে আহত ১৫ হাজার ৩৯৩ জন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এখনো বিভিন্ন হাসপাতালে ৩৩৮ জন চিকিৎসা সেবা নিচ্ছেন।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে ৪০ জন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ১১জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড এবং রাশিয়া পাঠানো হয়েছে। তাদের চিকিৎসায় ৬১ কোটি দু’ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া আরও ২৮ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে (সিঙ্গাপুর, থাইল্যান্ড ও তুরুস্ক) পাঠানোর কার্যক্রম চলমান।’

‘জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসারত জুলাই যোদ্ধাদের চিকিৎসা সেবা দেয়ার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিংগাপুর, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও নেপাল থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে বীনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। চিকিৎসকদের কেবল মাত্র যাতায়াত বাবদ ৩৫ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে।’

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ সংক্রান্ত অগ্রগতির বিষয়ে জানান উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদ পরিবারের মধ্যে ৬৩০টি শহীদ পরিবারকে প্রতিটিকে ১০ লাখ টাকা করে মোট ৬৩ কোটি টাকা সঞ্চয়পত্রের জন্য ব্যাংকে চেক দেয়া হয়েছে। অবিশিষ্টদের ওয়ারিস নির্ধারণ সাপেক্ষে সঞ্চয়পত্র দেয়ার কাজ প্রক্রিয়াধীন।’

আহতদের চেক বিতরণের তথ্য :

‘এ’ ক্যাটাগরির আহত ৪৯৩ জনের প্রত্যেককে মোট দু’ লাখ টাকা করে এক কোটি ৮৬ লাখ টাকার চেক দেয়া হয়েছে।

‘বি’ ক্যাটাগরির আহত ৯০৮ জনের প্রত্যেককে মোট এক লাখ টাকা করে মোট নয় কোটি আট লাখ টাকার চেক দেয়া হয়েছে।

‘সি’ ক্যাটাগরির আহত ১০ হাজার ৬৪২ জনের প্রত্যেককে এককালীন মোট এক লাখ টাকা করে মোট ১০৬ কোটি ৪২ লাখ টাকার চেক দেয়া হয়েছে।

আহতদের চিকিৎসা শহীদ পরিবারের সঞ্চয়পত্র প্রদান এবং আহত এ, বি, সি ক্যাটাগরির মধ্যে চেক প্রদান বাবদ বিতরণ করা হয়েছে মোট ২৮৫ কোটি ১৮ লাখ টাকা।

প্রতিটি শহীদ পরিবার আগামী অর্থ বছরে আরও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রায় থেকে আগামী অর্থ বছরে প্রতিটি শহীদ পরিবার মাসে নিয়মিত ২০ হাজার টাকা করে ভাতা প্রাপ্য হবে।

আগামী অর্থ বছরে আহত এ ক্যাটাগরি অবশিষ্ট তিন লাখ টাকা, বি ক্যাটাগরি অবশিষ্ট দু’ লাখ টাকা পাবেন।

আগামী অর্থবছরে প্রতি মাসে আহত এ ক্যাটাগরি ২০ হাজার টাকা, বি ক্যাটাগরি ১৫ হাজার ও সি ক্যাটাগরি ১০ হাজার টাকা ভাতা প্রাপ্য হবেন। ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here