জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০১: ৩১

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিজেদের করে রেখেছিল আফগানিস্তান। এবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে ইব্রাহিম জাদরানরা। দাপুটে এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল আফগানরা।

ওপেনার রহমানুল্লাহ গুরবাজ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়েছেন। তবে ৮ রানের জন্য ছুঁতে পারেননি সেঞ্চুরি। ৪৮ বলে ৮ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে বঞ্চিত হন জাদুকরী তিন অঙ্ক থেকে। ইব্রাহিম জাদরান এনে দেন ৬৯ রান। আর সেদিকুল্লাহ আতালের ব্যাট থেকে আসে ৩৫। তাতে ৩ উইকেটে ২১০ রানের সংগ্রহ গড়ে আফগানরা।

লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের দুয়ারে পৌঁছে গিয়েছিল জিম্বাবুয়ে। সিকান্দার রাজা (৫১) ফিফটির সঙ্গে ৪৭ রান দলীয় স্কোরে যোগ করেন ওপেনার ব্রায়ান বেনেট। রায়ান বার্ল ফেরেন ৩৭ রানে। আর তাশিঙ্গা মুসেকিয়া ২৮ রান সংগ্রহ করে ধরেন সাজঘরের পথ। তাতে আফ্রিকার দেশটি থেমে যায় ২০১ রানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here