জামিন পেলেন অভিজিৎ হত্যায় দণ্ডিত ফারাবী

আলোচিত লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ২০১৫ সালের মার্চে গ্রেপ্তারের পর থেকে দীর্ঘ ৯ বছরের বেশি সময় ধরে তিনি কারাবন্দি ছিলেন।

শফিউর রহমান ফারাবী

মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। এর আগে ২০২১ সালে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে ফারাবীর করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন উচ্চ আদালত।

আদালতে ফারাবীর আইনজীবীরা জামিনের পক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেন। তারা বলেন, এই মামলার অন্য চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও তাদের কেউ ফারাবীর নাম উল্লেখ করেননি। এছাড়া, মামলার তদন্তকারী কর্মকর্তা ব্যতীত অন্য কোনো সাক্ষী তার বিরুদ্ধে সাক্ষ্য দেননি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। দীর্ঘ কারাবাসের বিষয়টি বিবেচনায় নিয়েও জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বইমেলা থেকে ফেরার পথে আততায়ীদের চাপাতির কোপে নৃশংসভাবে খুন হন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী ও ব্লগার অভিজিৎ রায়। এই ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন।

বহুল আলোচিত এই হত্যা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আদালতে ফারাবীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান এবং তাকে সহায়তা করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here