- ২৪ ডেস্ক
- এশিয়ার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ এবং জাপানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চার দিনের এক গুরুত্বপূর্ণ সফরে জাপানের পথে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সফরকালে তিনি ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।
ছবি – সংগৃহীত
বুধবার রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি সফরসঙ্গীদের নিয়ে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জাপানে অবস্থানকালে অধ্যাপক ইউনূস নিক্কেই ফোরাম আয়োজিত ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। এই সম্মেলন এশিয়ার বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, নীতি নির্ধারক এবং বুদ্ধিজীবীদের এক মিলনমেলা, যেখানে মহাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এছাড়াও, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তাঁর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। এই সফর বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে কূটনৈতিক মহল মনে করছেন।