জাতিসংঘের বিশ্ব বানিজ্য সংস্থায় (WTO)  বাংলাদেশকে পাশে চায় রাশিয়া।

8 April 2022
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের রাশিয়া বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের সমর্থন চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ঢাকার রুশ দূতাবাস।যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের মিত্রদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) বাংলাদেশের সমর্থন চেয়েছে রাশিয়া।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা আন্তন কোবায়াকভ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠিতে ১৫-১৮ জুন অনুষ্ঠিতব্য সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দিতে বাংলাদেশকে অনুরোধ করেছেন। মুলত বিশ্বব্যাপী হীরা শিল্পের তত্ত্বাবধান কিম্বারলি প্রসেস (কেপি) থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার জন্য পশ্চিমাদের প্রচেষ্টাকে ব্যর্থ করতে রাশিয়ার পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশকে আহবান জানিয়েছে মস্কো।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের ‘জিসোমিয়া’ চুক্তি সাক্ষর করাতে গতকাল টানা ৯ ঘন্টা বৈঠক করেছে। জিসোমিয়া চুক্তি এখন প্রায় চুড়ান্ত পর্যায়ে। এছাড়াও ইন্দো প্যাসিফিক স্ট্র‍্যাটিজি (IPS) এও বাংলাদেশকে অংশীদার করতে চায় যুক্তরাষ্ট্র।