চীনের করোনা জয়, নতুন আক্রান্ত একজন

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে চীন। দেশটিতে সর্বশেষ করোনায় আক্রান্তের সংখ্যা কেবল এক জন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে করোনায় আজ দেশটির একজন আক্রান্ত হয়েছেন। তবে অন্য দেশ থেকে আসা ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যাও কমেছে।

চীনে করোনায় সর্বশেষ মৃত্যু হয়েছে ১৩ জনের। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২ শ’ ২৬ জনে।

করোনায় চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮ শ’ ৮১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ফিরেছেন অনেকে। বর্তমানে আক্রান্ত কেবল ৯ হাজার।

তবে চীনের বাইরে বিশেষ করে ইউরোপের কয়েকটি দেশে বর্তমানে করোনার ভয়াবহতা প্রকট। শুধু ইতালিতেই এই ভাইরাসে দুই দিনে মৃত্যু হয়েছে ৭০০ জনের। এছাড়া ফ্রান্স, স্পেনে ক্রমাগত হারে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা।

ইরানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ শ’র বেশি, স্পেনে ৩৪২, ফ্রান্সে ১৪৮ জন, দক্ষিণ কোরিয়া ৭৫ জন, যুক্তরাষ্ট্রে ৫৫ জন মারা গেছে। এসব দেশে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৪৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ডেইলি মেইল।

Source: Ittefaq