- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৭
বড় চমক নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করল আফগানিস্তান। গত বিশ্বকাপের অধিনায়ককে এবার স্কোয়াডেই রাখেনি দলটি। গুলবাদিন নাইব ছাড়াও ঠাঁই হয়নি অন্যতম সেরা অলরাউন্ডার করিম জানাতেরও। তবে ফিরেছেন নাভিন উল হক।
বুধবার দুপুরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করে আফগানিস্তান। ১০ দলের বিশ্বকাপে ৭ম দল হিসেবে স্কোয়াড দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।
এশিয়া কাপ দলে থাকা ক্রিকেটারদের থেকে একাধিক নাম বাদ পড়েছে বিশ্বকাপের দল থেকে। বাদ পড়েছেন করিম জানাত, গুলবাদিন নাইব, শরিফউদ্দিন আশরাফ ও মোহাম্মদ সালিম। বিপরীতে এশিয়া কাপে না থাকলেও বিশ্বকাপ দলে ফিরেছেন পেসার নাভিন উল হক ও আজমতুল্লাহ ওমরজাই।
আফগানদের যথারীতি নেতৃত্ব দিবেন হাসমতউল্লাহ শহিদি। রাশিদ খান, মোহাম্মদ নবি, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, ফজল হক ফারুকিদের নিয়ে শক্তিশালী স্কোয়াডই দিয়েছে আফগানরা।
আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড :
হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, আবদুল রহমান, রাশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজল হক ফারুকি, নাভিন উল হক।
রিজার্ভ : গুলবাদিন নাইব, শরাফুদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ মালিক।