খুলনায় করোনায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। খুলনা জেনারেল হাসপাতালে দুজনের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ডা: সুহাস রঞ্জন হালদার গণমাধ্যমকে বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। আইসিইউতে রয়েছেন ১৯ জন।

খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

গাজী মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান জানান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- যশোরের কেশবপুরের ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুরের রামপুর এলাকার মো: ইহসাক সানা (৮০)।

এ হাসপাতালে ৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে আইসিইউতে সাতজন ও এইচডিইউতে সাতজন।