ক্ষুব্ধ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন সারজিস আলম

24 Live Newspaper

পঞ্চগড়ে দলীয় কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কর্মকর্তাদের বিরুদ্ধে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। রবিবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, ‘ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি, সেটা করা উচিত হয়নি।’

সারজিস আলম

এর আগে শনিবার রাতে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে একটি লংমার্চ পরবর্তী কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে গেলে সারজিস আলম ক্ষুব্ধ হন। সে সময় নেসকো কর্মকর্তাদের নিয়ে তার করা মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

ফেসবুক পোস্টে সারজিস আলম দাবি করেন, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। তিনি উল্লেখ করেন, গত এক মাসে পঞ্চগড়ে আয়োজিত তার দলের তিনটি কর্মসূচির প্রতিটিতেই ঠিক তার বক্তব্য শুরুর পরপরই বিদ্যুৎ চলে যায় এবং বক্তব্য শেষ হলে আবার ফিরে আসে। তার ভাষ্যমতে, ‘প্রথমবার যখন হয়েছিল কিছু বলিনি। দ্বিতীয়বার যখন একই ঘটনা ঘটে তখনও কিছু বলিনি। কিন্তু তাদের ইনটেনশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। শনিবার আবার একই ঘটনা।’

তিনি আরও অভিযোগ করেন, জেলা পর্যায়ের কিছু কর্মকর্তা অনেক সময় অন্য দলের প্রতি দালালি করে থাকেন এবং কাউকে বিরক্ত করতে পারাকেই নিজেদের রাজনৈতিক সফলতা বলে মনে করেন। সারজিস জানান, প্রতিটি কর্মসূচির আগেই বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছিল, কিন্তু বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছিলেন।

উল্লেখ্য, শনিবার সারজিস আলমের নেতৃত্বে প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে ‘চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে’ পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত ১৫০ কিলোমিটার দীর্ঘ একটি লংমার্চ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠানেই ওই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here