মুমিন-লিটনের পর জয়ের বিদায়, চাপে বাংলাদেশ

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১৮ জুন ২০২২, ২২:৩৬, আপডেট: ১৯ জুন ২০২২, ০৫:৫০

মুমিন-লিটনের পর জয়ের বিদায়, চাপে বাংলাদেশ – ছবি: সংগ্রহীত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগা টেস্টে চাপে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শতরান তুলতেই ৫ উইকেটে হারিয়েছে সফরকারীরা। মুমিন-লিটনের পর বিদায় নিয়েছেন মাহমুদুল হাসান জয়ও। ক্রিজে অপরাজিত নুরুল হাসান সোহান ও অধিনায়ক সাকিব আল হাসান।

এ প্রতিবেদন লেখা অবধি বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৫০ রান। মাহমুদুল হাসান জয় ১৮ ও নাজমুল হোসেন শান্ত ছিলেন ৮ রানে অপরাজিত।

প্রথম ৮ ওভার দু’জন ভালোমতোই কাটিয়ে দেন। বাড়তে থাকে ভরসা। তবে দিনের নবম ওভারে ঘটে অঘটন। মায়ার্সের বলে খোচা মেরে স্লিপে ক্যাম্বেলের হাতে ক্যাচ দেন শান্ত। ৪৫ বলে ১৭ রানে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চারের মার।

এরপর যথারীতি টিকতে পারেননি মুমিনুল হকও। ১২ বলে ৪ রানে মায়ার্সের বলে হন এলবির শিকার। আশা ছিল লিটনকে নিয়ে। শুরুটা ভালোও ছিল তার। কিন্তু তাকে থামান কেমার রোচ। দলীয় রান তখন ১০০। ১৫ বলে তিন চারে ১৭ রান করে মায়ার্সের হাতে ক্যাচ দেন লিটন।

আশা জাগিয়ে বিদায় নিলেন মাহমুদুল হাসান জয়ও। ব্যক্তিগত ৪২ রান করে থামতে হয়েছে এ ব্যাটারকে। সাথে হারের শঙ্কা আরো তীব্র হলো সফরকারীদের।

উল্লেখ্য, প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছিল ১০৩ রানে। জবাবে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে ২৬৫ রান। এখনো ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ।