- অনলাইন প্রতিবেদক
- ২৯ এপ্রিল ২০২৩, ২২:১৯, আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ২২:২৩
বিএনপি ভাইস চেয়ারম্যান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার সপ্তমবারের মতো এ হাসপাতালে এসেছেন। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তার পরীক্ষা করা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামকে ভর্তি করানো হয়েছে। তার অনেক কিছু পরীক্ষা যেগুলো বাসায় করা সম্ভব নয়, সেগুলো মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সেসব পরীক্ষা আগামী কয়েক দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। পরীক্ষার পরে মেডিকেল বোর্ড রিপোর্ট পরীক্ষা করে পর্যালোচনা করে তার চিকিৎসা দিবেন।
আজ শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানোর পর বর্তমান শারীরিক অবস্থান নিয়ে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, ‘আপনারা (সাংবাদিক) জানেন। গত কিছু দিন যাবত ধরে উনার লিভারের জটিলতা ছিল। সেটা আছে। ওনার হার্টের জটিলতা ছিল। সর্বপরি বাইরে চিকিৎসা নেয়ার জন্য এখানকার মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছিল। কিন্তু কেন নিতে পারেননি সেটা আপনারাও জানেন, দেশবাসী ও জানে। যেহেতু ওনার সঠিক চিকিৎসা করা যাচ্ছে না তাই ওনাকে এখানে ভর্তি করা হয়েছে। উনার সর্বশেষ আর কী সুযোগ আছে চিকিৎসা করার ক্ষেত্রে বাংলাদেশে, সে বিষয় নিয়ে ভর্তি করা হয়েছে এখানে।’
তিনি আরো বলেন, ‘যাতে উনার অবস্থার খারাপের দিকে না যায়। সেজন্য পরীক্ষার পরে একটি ধারণা নিয়ে মেডিকেল বোর্ডের আলোচনা করে পরে কী করণীয়। চিকিৎসা বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে। ইতোমধ্যে মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্য উনাকে পরীক্ষা করেছেন। চিকিৎসা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন। আপনাদের মাধ্যমে আমার দেশবাসীর কাছে দোয়া চাই। এতো প্রতিকূলতার মাঝেও যেটুকু চিকিৎসা পাওয়া যায় তাতে যেন উনি সুস্থ হয়ে উঠতে পারেন।’
বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া বয়োজ্যেষ্ঠ মানুষ। উনার বয়স ৭৬-এর বেশি। উনি আধুনিক চিকিৎসা পাওয়ার কথা বিদেশে । সে সুযোগ না দেয়ায় উনি এখনো শারীরিকভাবে যতটুকু আছে এটা আল্লাহ রাব্বুল আলামীনের রহমত ও দেশবাসীর দোয়া। উনার মনোবল চাঙ্গা এতটা অসুস্থতার মাঝে শক্তি ধরে রেখেছেন। উনার সুচিকিৎসার ব্যাপারে চিকিৎসকরা আশাবাদী । আমরা আশাবাদী।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি উনার চিকিৎসার জন্য সুযোগগুলো আছে সেগুলো সরকারও যারা দায়িত্বে আছেন দেবেন। তারা যদি বাইরে যেতে না দেন। তাহলে তো কিছু করার নেই। উনি তো একজন বন্দী মানুষ। উনি বাসা থেকে হাসপাতালে আসতে পারেন । আর কোথাও যেতে পারেন না। যত তাড়াতাড়ি সম্ভব উনার সুচিকিৎসার দিতে হবে। ম্যাডাম চিকিৎসাধীন আছেন । চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে উনার চিকিৎসা চলছে।’
আপনারা কি আবারো বেগম জিয়ার চিকিৎসার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন- এমন প্রশ্নের উত্তরে ডা এজেডএম জাহিদ বলেন, এ আহ্বান তো নতুন কোনো কিছু নয়। এ আহ্বান অনেকবার করা হয়েছে। পরিবার ও চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে।
বেগম জিয়া কত দিন হাসপাতালে থাকা লাগতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আগেই বলা যাচ্ছে না। উনার পরীক্ষা-নিরীক্ষা করে মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত দিবে। যে কত দিন লাগবে সে কদিনে উনাকে থাকতে হবে। বেগম খালেদা জিয়ার দেশের হাসপাতাল ও চিকিৎসকদের প্রতি আস্থা আছে তাই তিনি এখানে চিকিৎসা নিতে এসেছেন। তিনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।