- ২৪ ডেস্ক
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী মাসেই ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রিজার্ভকে ধাপে ধাপে ৪০ বিলিয়ন ডলার পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর
বুধবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে রিজার্ভ ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলারে ওঠার পথে। আগামী মাসেই এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছি। তবে ৪০ বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাতে সময় লাগবে।
গভর্নরের আরও বলেন, রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়ানোর মাধ্যমে রিজার্ভে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এজন্য প্রয়োজন সময়োপযোগী নীতিমালা এবং সুশাসন।
ক্ষুদ্র ঋণের ওপর উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ২৬ শতাংশ সুদ নিয়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম টিকে থাকা কঠিন। কারণ, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা এখন এর চেয়ে অনেক কম সুদে ঋণ পাচ্ছেন। ফলে উচ্চ সুদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে পারবে না এবং ধীরে ধীরে বাজার থেকে ছিটকে পড়বে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রণীত নতুন হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০ দশমিক ৭ বিলিয়ন ডলার।
গভর্নর বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে এবং বৈদেশিক লেনদেনের সক্ষমতা ধরে রাখতে রিজার্ভ বাড়ানোর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দ্রুত উন্নয়নশীল অর্থনীতির জন্য শক্তিশালী রিজার্ভ খুবই গুরুত্বপূর্ণ।