অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বাণিজ্য নিষেধাজ্ঞা প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ তো কোনো অপরাধ করেনি। কেউ যদি জোর করে কিছু করতে চায়, করতেই পারে। এটা কি হয় নাকি?
অর্থ মন্ত্রণালয়ে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘কেউ যদি জোর করে কিছু করতে চায়, করতেই পারে। বাংলাদেশেও সেটা করতে পারে। এটা কি হয় নাকি?’
অর্থমন্ত্রী বলেন, ‘কেউ যদি অপরাধ করে তার শাস্তি রয়েছে। কিন্তু বাংলাদেশ তো কোনো অপরাধ করেনি।’
তিনি আরও বলেন, অর্থনীতির প্রাণ হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেদিক থেকে বাংলাদেশ অনেক দেশের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। নিট বা গ্রস উভয় হিসাবেই বাংলাদেশ ভালো অবস্থায় আছে।
তারপরও রিজার্ভে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি–এমন প্রশ্নে তিনি বলেন, ওদের লক্ষ্যমাত্রা কখনো পূরণ করা যাবে না। তা ছাড়া আইএমএফ থেকে যে ঋণ নেওয়া হয়েছে, তা বাংলাদেশের ১২ দিনের বিদেশি আয়ের সমান। দেশে যত প্রবাসী আয় আসে, তা দ্বিগুণ করা সম্ভব। আমাদের মাথাপিছু আয় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। রিজার্ভ ১৩ বিলিয়ন ডলার থেকে ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। এখন সেটি কিছুটা কমে ২৫ থেকে ২৬ বিলিয়ন ডলারে নেমেছে। এ বছর সরকারের চিন্তা হচ্ছে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নামতে না দেওয়া। এটি সম্ভব।
সমকাল