কুকি চিনের গুলিতে সেনা সদস্য নিহতের খবর

কুকি চিনের গুলিতে সেনা সদস্য নিহতের খবর

মুক্তাদির রশীদ

পার্বত্য বান্দরবান জেলার দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল আর্মি সদস্যদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যের নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিরাপত্তা সূত্রগুলো তার পরিচয় নিশ্চিত করেছে।

তারা জানাচ্ছেন, গত বুধবার বিকেল আনুমানিক ৪টা ২০মিনিটে রুমা উপজেলার ৩ নং রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডস্থ তামলৌ পাড়ার আওতাধীন থানচি-লিক্রি রোডে সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে কুকি-চিন সন্ত্রাসীরা হামলা করে। ওই হামলায় সৈনিক মো. আবু হানিফা (১বীর) নিহত হন।

তিনি প্রায় সাত বছর আগে সেনাবাহিনীতে যোগদান করেন। তার গ্রামের বাড়ি নড়াইল। প্রতিকূল আবহাওয়ায় হেলিকপ্টার ব্যবহার করা যায়নি।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইলের পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান জানান, নিহতের মরদেহ সড়ক পথে নড়াগাতি থানা এলাকায় নেওয়া হয়েছে।

সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান গত ২৩ জুন দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল কোনো সেনা সদস্যের প্রথম নিহত হওয়ার ঘটনা।

এর আগে রুমায় ব্যাংক ডাকাতির সময় প্রায় ১০ জনের মতো সেনার সদস্য ও কর্মকর্তা নিহত ও আহত হয়েছেন, তাদের বিষয়ও বিস্তারিত সেনাবাহিনী থেকে জানানো হয়নি।

Bangla outlook