- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুন ২০২২, ০০:০৬
বাংলাদেশ দল যখন বিমান ধরছে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে। তখন দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান কাউকে না জানিয়ে গেলেন যুক্তরাষ্ট্রে। সেখানে পরিবারের সাথে কিছুদিন সময় কাটিয়ে যোগ দেবেন দলের সাথে।
বিশ্বস্ত এক সূত্র থেকে জানা যায়, সাকিব রোববার রাত সাড়ে ১০টায় ঢাকা ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে কিছুদিন সময় কাটানোর জন্য কাউকে না জানিয়ে হঠাৎ তার দেশত্যাগ।
জানা গেছে, ১০ জুন সেখান থেকে সরাসরি অ্যান্টিগায় দলের সাথে যোগ দেবেন এ তারকা।
১৬ জুন অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের প্রথম টেস্টে সাকিবের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ দল। এ নিয়ে তৃতীয়বারের মতো উইন্ডিজের বিপক্ষেই শুরু হচ্ছে সাকিবের অধিনায়কত্ব।
এর আগে ২০০৯ সালে প্রথমবার ও ২০১৮ সালে দ্বিতীয় দফায় ওয়েস্ট ইন্ডিজ সফরেই শুরু হয় সাকিবের টেস্ট অধিনায়কের অধ্যায়।
এবার কয়েক দফায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ৩ জুন প্রথম দফায় সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হকসহ পাঁচজন যায়।
আর সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের ফ্লাইটে তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, জেমি সিডন্সসহ বড় একটি বহর যাচ্ছে। মঙ্গলবার যাবেন মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামরা।