করার অভিযোগ, পায়ে হেঁটে সমাবেশস্থলে নেতাকর্মীরা

 


মাবেশকে কেন্দ্র করে মাঠ পর্যবেক্ষণ করছেন নেতাকর্মীরা – ছবি : সংগৃহীত

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। পলিটেকনিক মাঠে শনিবার (১৫ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ গণসমাবেশ। তবে রাত থেকেই আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন এ মাঠে। তাদের অভিযোগ, সকাল থেকে শহরে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পায়ে হেঁটেই সমাবেশস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা।

গণসমাবেশকে কেন্দ্র করে পলিটেকনিক মাঠসহ নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন বিএনপির নেতা কর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে পুলিশ।

এর আগে, শুক্রবার রাত ৯টার দিকে শহরের টাউনহল এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন ৪ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে শহরে অবস্থান করছিল বিএনপির নেতাকর্মীরা। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও শহরে অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসজেড/