কথিত রিভাইজড মাস্টারপ্ল্যান প্রণেতার জানা নেই জাবি’র চাহিদা কী! ।। দৃকনিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান ১৪৪৫ কোটি ৩৬ লক্ষ টাকার প্রকল্পের জন্য যে “রিভাইজড মাস্টারপ্ল্যান” প্রণয়ন করা হয়েছে, সেটিকে তা বলতে রাজি নন দেশের স্বনামধন্য নগর পরিকল্পনাবিদরা। এমনকি এই কথিত “রিভাইজড মাস্টারপ্ল্যান” প্রণয়ন টিমের প্রধান বুয়েটের শিক্ষক স্থপতি আহসান উল্লাহ মজুমদার দৃক নিউজের কাছে স্বীকার করেছেন যে, বিশ্ববিদ্যালয়টির কতগুলো নতুন স্থাপনা দরকার, তা তার জানা নেই। আইন অনুষদসহ অন্যান্য বিভাগের ক্লাসরুম সঙ্কটের ব্যাপারেও তিনি জানেন না! তিনি জানেন না যে, ১৯৭টি বাসা ফাঁকা থাকা সত্তেও ১২০ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন ৬টি আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে! বিশ্ববিদ্যালয়ের চাহিদা জানা তাঁর দায়িত্বের মধ্যেই পড়ে না বলে দাবি করেছেন এই স্থপতি। তাহলে এই বিশাল উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য কী? লাভবান হচ্ছেন কারা? অধ্যাপক আনু মুহাম্মদ সেই প্রশ্নের উত্তর দিয়েছেন।
#জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয় #জাবি #মাস্টারপ্ল্যান #দৃকনিউজ #DrikNEWS #Drik_news