কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ‘কাউন্সেলিং’ করবে ছাত্রলীগ!

কওমী মাদ্রাসা

ছাত্রলীগের উদ্দেশে শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে কওমি মাদ্রাসাগুলোতে তারা তাদের ছাত্র সংগঠনের কার্যক্রম শুরু করে দিয়েছে। একটি রাজনৈতিক দল পরিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম করার পাশাপাশি, ছাত্র সংগঠন নিয়েও কাজ করছে। কওমি মাদ্রাসার সন্তানেরাও আমাদের সন্তান, তারাও এ দেশের নাগরিক। রাজনৈতিকভাবে মতাদর্শের দিক থেকে তারা দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে যাতে বিচ্যুত না হয়। আমি বলব তাদের (শিক্ষার্থীদের) কাউন্সেলিং করার জন্য বিশেষ সেল গঠন করা উচিত।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠনকে বলতে চাই—আমাদের অনেক প্রগতিশীল ছাত্র সংগঠন আছে, তারাও যাতে করে কওমি মাদ্রাসাগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অনুপ্রেরণা, সংবিধানে যে চার মূলনীতি, সেগুলোর বিষয়ে তাদের কাউন্সেলিং করান। দেশপ্রেম, দেশের প্রতি আনুগত্য এবং সমাজে ধর্মনিরপেক্ষ একটি অসাম্প্রদায়িক সমাজ তৈরির কাজে অবশ্যই তাদের আনতে এবং তারা যেন বিচ্যুত না হয় অপপ্রচারকারীদের মাধ্যমে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আপনারা তাদের সঙ্গে বসেন তাদের নিয়ে একটি বিশেষ সেল করেন। কীভাবে তাদের ওরিয়েন্টশন করানো যায়? সেটা আমাদের জন্য ভালো হবে।
যুগান্তর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here