- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ মার্চ ২০২২, ২০:৩৬
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে একমাত্র ওয়ানডেতই ধারাবাহিক বাংলাদেশ দল। ফলে ওযানডে সিরিজ আসলেই ভক্তরা আশায় থাকে দাপুটে জয়ের। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়।
তবে সেখানকার মাটিতে বাংলাদেশের জয়ের রেকর্ড খুবই খারাপ। এখন পর্যন্ত ২১ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের জয় মাত্র ৪টিতে। দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় মাত্র একটিতে, সেটাও ২০০৭ বিশ্বকাপে।
তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে ভালো করতে মরিয়া বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
বুধবার মিরপুরে তিনি জানান, ‘আমরা এমন একটা স্টেজে আছি ওয়ানডে ক্রিকেটে, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই যাবো। সাথে এটাও সত্যি যে, এটা কঠিন। ওখানে আমাদের রেকর্ড অতটা ভালো না। রেকর্ড জিনিসটাই এমন যে, যেকোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। গ্রেট উদাহরণ ছিল, নিউজিল্যান্ড টেস্ট। যেখানে আমরা অনেকদিন যেকেনো ফরম্যাটেই ভালো খেলিনি। আামরা ওই জিনিসটা পরিবর্তন করতে পেরেছি। আমরা চেষ্টা করবো যেই রেকর্ডটা আমাদের দক্ষিণ অফ্রিকায় আছে ওই রেকর্ডটা পরিবর্তন করতে পারি।’
বিষয়টি বেশ চ্যালেঞ্জিং মানছেন তামিম, ‘আমরা সবাই জানি এটা চ্যালেঞ্জিং। ওদের কন্ডিশনে ওরা খুবই ভালো দল। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। এটা না যে, আমি বলে যাবো আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তোবা আজ থেকে ১০ বছর আগে বলতাম। আমি অবশ্যই জিততে চাই। ওটা করার জন্য যা যা করার দরকার তা করবো। তারপর যদি রেজাল্ট ফেবারে আসে ভেরি গুড। যদি না আসে আমরা আবারো কঠিন পরিশ্রম করবো।’