ওয়ানডেতে সব ম্যাচ জিততে চান তামিম

তামিম ইকবাল – ফাইল ছবি

শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে বেলা দেড়টায় হারারে মাঠে মুখোমুখি হবে দুই দল। ঘরের মাঠে জয়ের জন্য পাখির চোখ করে আছে স্বাগতিক জিম্বাবুয়ে। তবে সফরকারী দলের অধিনায়ক তামিম ইকবাল প্রবল আত্মবিশ্বাসী। তিনি জোর দিয়েই বলেছেন, ওয়ানডে সিরিজের সব ম্যাচই তিনি জিততে চান। তার মানে ব্যবধানটা হবে ৩-০।

 

নিজের চোট নিয়ে তামিম বলেন, ‘ম্যানেজ করার চেষ্টা করছি, ঝুঁকিমুক্ত থেকে ম্যানেজ করে যতটুকু খেলা সম্ভব। হাঁটুর ইনজুরি হলে একটা সমস্যার সম্মুখীন হতে পারি আমি। কাল ট্যাপিং করে যতটুকু ব্যাটিং করেছি সমস্যা হয়নি। ফিল্ডিং খুব বেশি করিনি অবশ্য। একটু ম্যানেজ করে আশা করি এই সিরিজ পার করতে পারব।’

সাকিব ফর্মে নেই, খুব বেশি আশাবাদী হতে পারছেন? এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমি সবসময় আশাবাদী। আমার কাছে মনে হয় এই পর্যায়ের খেলোয়াড় যেকোনো ম্যাচে যেকোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে। হোক ব্যাটিং হোক বোলিং। আন্তর্জাতিক পর্যায়ের যেকোনো ক্রিকেটারের উত্থানপতন থাকে। এটা খুব স্বাভাবিক। আমাদের তার ওপর বিশ্রাম রাখতে হবে। যত তাড়াতাড়ি হোক সে ফর্মে ফিরবে, রান করবে, উইকেট পাবে। সে এমন খেলোয়াড়।’

এবার কি ৩ ম্যাচ জয়ের টার্গেট? তামিম বলেন, ‘আমি তো চাইব প্রত্যেক ম্যাচই জিততে। কিন্তু দিন শেষে এটা ক্রিকেট। প্রথম লক্ষ্য সিরিজ জয়। তারপর সবগুলো জিতলে ভালো লাগবে।’