ওয়াশিংটনে বন্দুকধারীর গুলি, ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে ক্যাপিটাল জিউশ জাদুঘরে গুলির ঘটনা ঘটেছে। এতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

washington shootingওয়াশিংটনে বন্দুকধারীর হামলার ঘটনায় পুলিশের তৎপরতা

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউশ জাদুঘরের বাইরে দুজনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এ সময় জাদুঘরে ইহুদি কমিউনিটির একটি অনুষ্ঠান চলছিল। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, ক্যাপিটাল জিউশ জাদুঘরের প্রবেশপথে এক বন্দুকধারীর হামলায় নিহত দুজন ইসরায়েলি দূতাবাসের কর্মী। তাদের অনর্থক গুলি করে হত্যা করা হয়েছে।

এক এক্স পোস্টে নোয়েম আরও বলেন, বিষয়টি সক্রিয়ভাবে তদন্ত শুরু করছি আমরা। এই অপরাধীকে বিচারের আওতায় আনা হবে।

ঘটনার সময় জাদুঘরটিতে একটি অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানের আয়োজক আমেরিকান ইহুদি কমিটি বলেছে, অনুষ্ঠানস্থলের বাইরে এই সহিংসতার ঘটনায় আমরা বিপর্যস্ত। আমাদের মন ভেঙে গেছে।

ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, জিউশ জাদুঘরে গুলি ও হত্যার ঘটনায় তারা একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ওয়াশিংটন পুলিশের প্রধান পামেলা স্মিথ বলেন, পুলিশ আপাতত শিকাগো শহরের ৩০ বছর বয়সী ইলিয়াস রদ্রিগেজ নামে এক সন্দেহভাজনকে শনাক্ত করেছে।

ঘটনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পামেলা বলেন, ক্যাপিটাল ইহুদি জাদুঘরে একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসছিলেন চারজন। তখনই একটি হ্যান্ডগান বের করে গুলি চালায় হামলাকারী। তাতে ওই দুজন নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here