অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এত বড় সাহস, তারা বিবৃতি দিতে পারে? একটা মামলা হয়েছে, আসামি ধরেছে, মামলা তদন্ত প্রক্রিয়া চলমান, এ রকম একটা বিষয়ে তারা বিবৃতি দিতে পারে? কোনো দিন পারে না।
নোয়াখালীতে আওয়ামী লীগের দলীয় কোন্দল নিয়ে খায়রুল আনম চৌধুরী বলেন, ‘শুধু জিন্দাবাদ জিন্দাবাদ দিয়ে সত্য টিকে থাকবে না। সত্য টিকাতে হলে, যারা আজকে ভুল বুঝে আছে, অথবা আমরা ভুল বুঝে আছি, সবাইকে নিয়ে বসতে হবে। কাদের ভাই, আপনি ডেইলি প্রেস ব্রিফিং করেন, আপনি কি একটা দিনও নোয়াখালীর খবর রেখেছেন? কেন নোয়াখালীতে তিন গ্রুপ। ১৫ আগস্টে তিন গ্রুপ হয়? ২১ আগস্টে তিন গ্রুপ হয়? প্রত্যেক…গ্রুপ, আর গ্রুপ। খবর রেখেছেন? রাখেননি। প্রয়োজনও মনে করেন না। আপনাদের ক্ষমতাও আছে, মন্ত্রিত্বও আছে, সব থাকবে।’
আওয়ামী লীগকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে খায়রুল আনম চৌধুরী আরও বলেন, ‘আমি মেহেরবানি করে বিনীত অনুরোধ করব, চ্যালেঞ্জ না দিয়ে, সবাই সহনশীল হোন এবং বসে আলাপ–আলোচনার মাধ্যমে দলটাকে ঐক্যবদ্ধভাবে চালান। এভাবে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ লাভবান হবেন না। আমি আশা করব, সকলের বিবেক উদয় হবে। সবাই সহনশীল হয়ে দলটাকে গোছান।’