এবারো মে মাসের সেরা হবেন মুশফিক?

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০৬ জুন ২০২২, ১৬:০৬

মুশফিকুর রহীম – ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা দুই সেঞ্চুরির সুবাদে আইসিসির মে মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহীম। গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সোমবার পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি।

মুশফিকের সাথে বাকি দুজনও এশিয়ার। তারা হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জোলো ম্যাথুস ও আসিথা ফার্নান্দো। গত বছর এই মে মাসের লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মুশফিক। জিতেছিলেন প্রথমবারের মতো। এবারো কি পারবেন তিনি আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের স্বীকৃতি আনতে?

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ হারলেও মুশফিক ছিলেন ব্যাট হাতে উজ্জ্বল। চট্টগ্রাম টেস্টে করেন ১০৫ রান। এই ইনিংসের পথে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েন ৫ হাজার টেস্ট রানের কীর্তি।

মিরপুর টেস্টে খেলেন ১৭৫ রানের অপরাজিত ইনিংস। সিরিজে ১৫১.৫ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৩ রান মুশফিকের।