এটা চমক নয় পরিশ্রমের ফসল : মরক্কোর কোচ

  • ক্রীড়া প্রতিবেদক, কাতার থেকে
  •  ১১ ডিসেম্বর ২০২২, ২২:৩৬
মরক্কোর কোচ ওয়ালিদ রেগরিগির। – ছবি : সংগৃহীত

মরক্কোর একের পর এক বিজয়কে অনেকে চমক বললেও কোচ ওয়ালিদ রেগরিগির বলেন, কিভাবে এটাকে আপনারা চমক বলছেন। এটা কোনোভাবেই চমক নয়। এটা আমাদের কঠোর পরিশ্রমের ফসল।

এমনই দৃষ্টিভঙ্গি লালন করে একের পর এক আফসেট ঘটাচ্ছে মরক্কো। তাদের কাছে একে একে নাকাল সাবেক চ্যাম্পিয়নরা। কনকাকাফ জোন থেকে আসা কানাডা, ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন, ২০১৬ ইউরো জয়ী পর্তুগাল ও ফিফা র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়াম হেরেছে।

ড্র করতে বাধ্য হয়েছে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। আফ্রিকান এই দেশের ক্রমাগত সাফল্যকে চমকই বলছেন সবাই। তবে এ মন্তব্য করাদের সাথে দ্বিমত মরক্কোর কোচ ওয়ালিদ রেগরিগির।

তিনি আরো বলেন, আমরা তো একের পর এক সাফল্য পাচ্ছি। সামনেও আশাকরি তেমনটাই হবে।