এগিয়ে থেকেও সিরিজ হাতছাড়া আফগানিস্তানের

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০৭ জুন ২০২৩, ১৭:৫০

এগিয়ে থেকেও সিরিজ নিজেদের করে নিতে পারলো না আফগানিস্তান। জয় দিয়ে সিরিজ শুরু করে চমকে দিলেও শেষ দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুঁইয়েছে তারা। দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ রানে হারার পর আজ বুধবার আফগানদের হার ৯ উইকেটে। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

প্রথম দুই ম্যাচে দুই দলেরই একটি করে জয় থাকায় আজকের ম্যাচটা ছিল সিরিজ নির্ধারণী। ফলে প্রথম দুই ম্যাচে না খেললেও আজ একাদশে ফিরেছিলেন রশিদ খান। তবে দলের পাশাপাশি ব্যর্থ ছিলেন তিনিও। ব্যাট হাতে তার সংগ্রহ ২ রান, আর বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

শেষ ওয়ানডেতে দুই দল মিলিয়ে ব্যাটিং করেছে সব মিলিয়ে ৩৮.২ ওভার। নিয়মিত টি-টোয়েন্টির চেয়েও ১.৪ ওভার কম। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান অলআউট হয় ১১৬ রানে। জবাবে মাত্র ১৬ ওভার ব্যাটিং করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা বোলারদের। মাহিন্দা রাজাপাকশে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং নেয়া আফগানিস্তানকে গুঁড়িয়ে দেয় তারা। যেখানে শুরুটা করেছিলেন লাহিরু কুমারা। মিডল অর্ডারে নেতৃত্ব দেন আরেক পেসার দুশমান্থা চামিরা। আর শেষটা সামলান ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মোহাম্মদ নবি। ২২ রান করেন ইব্রাহিম জাদরান, ২০ রান করেন গুলবাদিন নাইব। ১৩ রানে অপরাজিত থাকেন ফরিদ আহমেদ এবং ১০ রান করেন নজিবুল্লাহ জাদরান।

শ্রীলঙ্কার হয়ে দুশমান্থা চামিরা নেন ৪ উইকেট। ওয়ানিদু হাসারাঙ্গা ৪.২ ওভার বল করে ৭ রান দিয়ে নেন ৩ উইকেট। ২ উইকেট নেন লাহিরু কুরারা এবং ১ উইকেট নেন মহেশ থিকসানা।

১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভয়ডরহীন ক্রিকেট খেলেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নের ৬১ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটিতেই জয়ের কাছে পৌঁছে যায় স্বাগতিকরা। ৩৪ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন নিশাঙ্কা।

এরপর কুশল মেন্ডিসের সাথে ৩৬ বলে ৩৬ রানের জুটি গড়ে বাকি পথটা সামলান করুনারত্নে। করুনারত্নে ৪৫ বলে অপরাজিত থাকেন ৫৬ রানে। কুশল মেন্ডিস ১১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৯ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছিল আফগানরা। তবে দ্বিতীয়টিতে ১৩২ রানের বিশাল জয়ে সিরিজে ফেরে লঙ্কানরা। এবার শেষ ম্যাচে ৯ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা।