এখনো ফাইনালে যেতে পারে বাংলাদেশ, তবে!

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৫

এখনো ফাইনালে যেতে পারে বাংলাদেশ, তবে! – ছবি : সংগৃহীত

এশিয়া কাপে বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে, আসরে ফাইনাল খেলার স্বপ্ন ফুরিয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় হয়নি টাইগারদের, এখনো যদি-কিন্তুর হিসাব রয়ে গেছে। যা মেলাতে পারলে এখনো এশিয়া কাপের ফাইনাল খেলা সম্ভব বাংলাদেশের!

পাকিস্তানের আর শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। শুধু বিদায় ঘণ্টা বাজার অপেক্ষা। তবে ভগ্নাংশের মারপ্যাঁচে এখনো কিছু সম্ভাবণা বেঁচে রয়েছে।

বাংলাদেশের ফাইনাল খেলা সম্ভব কেবল তখনই, যখন ভারতকে হারাতে পারবে সাকিব বাহিনী। তবে শুধু ভারতের বিপক্ষে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের দিকে। সেক্ষেত্রে পাকিস্তানকে জিততে হবে তাদের সবগুলো ম্যাচ, বিপরীতে শ্রীলঙ্কাকেও হারতে হবে বাকি ম্যাচগুলোতে।

তখন পাকিস্তানের পয়েন্ট হবে ৬, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার হবে সমান ৩ করে। পয়েন্টের মারপ্যাঁচে সুযোগ খুললেও খুলতে পারে বাংলাদেশের সামনে। যদিও তা মোটেও সহজ কোনো সমীকরণ নয়।