
ওয়ানডেতে ভারতের নতুন সহ অধিনায়ক করা হয়েছে শুবমান গিলকে। তবে আইপিএলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসাবে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরেছেন গিল। ফলে তার নেতৃত্বের সমালোচনা করেছেন বীরেন্দর শেবাগ।
শেবাগ মনে করেন, অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেননি গিল। তার আরও বেশি খেলার মধ্যে থাকা উচিত ছিল। গিলের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শেবাগ বলেন, ‘আমার মনে হয়েছে, গিলের অধিনায়কত্ব ভালো হয়নি। ও তৈরি ছিল না। খেলার মধ্যে কম ছিল। যখন সিরাজ ভালো বল করছিল, তখন ওকে সরিয়ে আরশাদ খানকে বল দিল। ওই ওভারে ২১ রান উঠল। ওই একটা ওভারই খেলার গতি বদলে দিলো।’
শেবাগের মতে, সিরাজকে ডেথ ওভারের জন্য রেখে কাজের কাজ কিছু হয়নি। ম্যাচে কোন পরিস্থিতিতে কাকে বল দিতে হবে সেটা একজন অধিনায়কের সবচেয়ে বড় পরীক্ষা। সেখানেই ব্যর্থ হয়েছেন গিল। শেবাগ বলেন, ‘যখন সিরাজ পাওয়ার প্লেতে ভালো বল করছে, তখন ওকে ডেথ ওভারের জন্য ধরে রাখার কোনও মানে নেই। তাতে দলের কোনও সুবিধা হল না।’
গত বার আইপিএলের আগে হার্দিক পান্ডে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে যাওয়ায় গুজরাটের অধিনায়ক করা হয়েছিল গিলকে। সেই আসরে খুব একটা ভালো খেলতে পারেনি গুজরাট। মাত্র পাঁচটি ম্যাচ জিতেছিল তারা। ১২ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে আট নম্বরে থেকে আসর শেষ করেছিল গুজরাট। এ বারও শুরুটা ভালো হয়নি তাদের।
আইপিএলে এখনও পর্যন্ত দলকে তেমন সাফল্য এনে দিতে পারেননি গিল। পাঞ্জাবের বিপক্ষে পাওয়ার প্লে ও ডেথ ওভারে রান দিয়েছেন গুজরাটের বোলারেরা। সেখানেই ম্যাচ তাদের হাত থেকে বেরিয়ে গেছে। রান তাড়া করতে নেমে বড় রানও করতে পারেননি গিল। সব মিলিয়ে প্রথম ম্যাচেই চাপে পড়েছেন তিনি।