একযোগে ৯ স্থানে বাসে আগুন দেয়া বিএনপির কাজ নয় : মিলন

Daily Nayadiganta

বক্তৃতা করছেন ডা: জাফরুল্লাহ চৌধুরী, তার ডান পাশে আছেন এহছানুল হক মিলন – ছবি : নয়া দিগন্ত


সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, এক-দেড় ঘণ্টার মধ্যে একযোগে ৯ স্থানে বাসে আগুন দেয়া বিএনপির কাজ নয়। বিএনপির এ রকম সক্ষমতা নেই। থাকলে অনেক আগেই সরকারের পতন হয়ে যেত।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তৃতা করেন, গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকন, মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি কাদের গনি চৌধুরী, সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন প্রমুখ।

ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, হঠাৎ করে একযোগে অনেকগুলো বাসে আগুন, সংখ্যালঘুদের বাড়িতে হামলা একটি পরিকল্পিত ঘটনা।