Bangladesh Chronicle 26 July 2023
৭ তারিখ পল্টন, ৯ তারিখ সিলেট, ১২ তারিখে আবার পল্টন,১৪ তারিখ নোয়াখালী,১৬ তারিখ কাজির দেউড়ি, ১৭ তারিখ খুলনায়, ১৮ তারিখ গাবতলী থেকে পদযাত্রা ১৯ তারিখ আবার গেছেন দিনাজপুরে মেহনতি মানুষের পদযাত্রায়!!
জানলে অবাক হয়ে যাবে তরুণ প্রজন্ম আমাদের বাংলাদেশের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামের এই মানুষটার বয়স চলে ৭৩ বছর!!
আমি দেখেছি উনার হার না মানা প্রতিজ্ঞাবদ্ধ চেহারা। যিনি কর্মীদের ব্যাথায় বাচ্চার মতন কাঁদতে জানেন। আবার সেই কর্মীদের শৃঙ্খলা শেখাতে কঠোর হয়ে শাসন করতে জানেন। টানা প্রোগ্রাম করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসে যখন আপনার এই অবিরাম পথচলা দেখি,তখন আবার উঠে দাঁড়াই। নিজেকে নিজেই বলি, ৭৩ বছরের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পারলে আমি কেনো পারবো না?