উইন্ডিজের বিপক্ষে টেস্টের চূড়ান্ত দল ঘোষণা বিসিবির

উইন্ডিজের বিপক্ষে টেস্টের চূড়ান্ত দল ঘোষণা বিসিবির – ফাইল ছবি

ওয়ানডে সিরিজ শেষ আগেই। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এবার টেস্টের লড়াই। আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সে লক্ষ্যে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে গত ফেব্রুয়ারিতে, জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচের ১৬ জনের স্কোয়াড থেকে বাদ পড়েননি কেউ। যোগ হয়েছেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। সাকিব তখন মাঠের বাইরে ছিলেন নিষেধাজ্ঞার কারণে, সাদমান বাইরে ছিলেন কবজির চোট নিয়ে। স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় আছে হাসান মাহমুদ ও ইয়াসির আলি চৌধুরী।