- by খেলাধুলা প্রতিবেদক
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আগুন ঝরিয়ে আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। সেরার দৌড়ে তার দুই প্রতিদ্বন্দ্বী নেপালের সন্দীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের জাস্কারান মালহোত্রা।
সেরা তিনে আসতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নাসুম। কিন্তু বিস্ময়কর হচ্ছে- এই ব্যাপারটা এখনো বুঝে উঠতে পারেননি টাইগার স্পিনার। বৃহস্পতিবার ওমানে সংবাদ মাধ্যমকে নাসুম বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আসলে বিষয়টা আমি জানতাম না। কাল (বুধবার) অনুশীলনের পর হোটেলে গিয়ে জেনেছি।’
নাসুম যোগ করেন, ‘বিষয়টা কী আমি বুঝিনি। অনেকের সঙ্গেই কথা বলেছি। মুশফিক ভাইয়ের কাছে জানতে চেয়েছি। তিনি আমাকে বুঝিয়েছেন। সত্যি বলতে আমি এখনো জিনিসটা বুঝে উঠতে পারছি না। এটা হয়তো অনেক সম্মানের; আলহামদুলিল্লাহ। শেষ সিরিজগুলো ভালো খেলেছি। হয়তো এটা তার পুরস্কার।’
নাসুম সেরা হতে পারবেন কিনা সেটা কয়েকদিনের মধ্যেই জানা যাবে। কার্যত বাংলাদেশ দলের জয়ে অবদান রাখতে পেরেই ভীষণ খুশি নাসুম। বলেছেন, ‘দুইটা সিরিজ খুব ভালো করেছি; দলের জন্য কিছু করতে পেরেছি। অবশ্যই এটা বিশ্বকাপে খুব ভালো সমর্থন ও আত্মবিশ্বাস দেবে।’
গেল সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজে আট উইকেট নেন নাসুম। তার মধ্যে চার উইকেটে ক্যারিয়ার সেরা রেকর্ড বোলিংও আছে। যা নাসুমকে আইসিসির গত মাসের সেরার লড়াইয়ে নিয়ে এসেছে। বিশ্বকাপ সুপার লিগে ছয় ওয়ানডেতে ১৮ উইকেট নিয়ে তালিকায় এসেছেন লামিচানে। আর ছয় বলে ছয় ছক্কার কীর্তি গড়ে জাস্কারান নজর কেড়েছেন সবার। পাপুয়া নিউগিনির বিপক্ষে সেই ম্যাচে ১৭৩ রানের অজেয় ইনিংস খেলেন জাস্কারান।
এর আগে গত জুলাই মাসের আইসিসির সেরা খেলোয়াড়ের খেতাব জেতেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জয়ের হাতছানি নাসুমের সামনে।