উইকেট পেলেন রিশাদ, জেতেনি লাহোর

নয়া দিগন্ত অনলাইন
রিশাদ হোসেন
রিশাদ হোসেন|ইন্টারনেট

রিশাদ হোসেন ফিরেছেন একাদশে, পেয়েছেন উইকেটও৷ তবে পারেননি দলকে জেতাতে। করাচি কিংসের বিপক্ষে হেরে গেছে লাহোর কালান্দার্স। তবে এই ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছেন রিশাদ।

পিএসএলে রোববার বৃষ্টি বিঘ্নিত ম‍্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে করাচির বিপক্ষে ৪ উইকেটে হেরেছে রিশাদের দল লাহোর কালান্দার্স।

প্রথম চার ম্যাচ খেলে ৮ উইকেট পাওয়ার পর একাদশে হঠাৎ জায়গা হারিয়ে ফেলেন রিশাদ হোসেন। টানা তিন ম্যাচ বেঞ্চে বসে থাকার পর গতকাল আবারো লাহোরের একাদশে জায়গা হয় রিশাদের।

বৃষ্টি বিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন রিশাদ। তাতেই বনে যান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে ছাড়িয়ে পিএসএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি।

আগে ব্যাট করে ১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রান করে লাহোর। ইনিংসের মাঝপথে বৃষ্টির বাগড়ায় ম‍্যাচের দৈর্ঘ‍্য কমে আসায় বৃষ্টি আইনে ১৬৮ রানের লক্ষ‍্য পায় করাচি। তবে ৩ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় তারা।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে লাহোর। ফখর জামান ও মোহাম্মদ নাঈমের ওপেনিং জুটি থেকে আসে ৯০ রান। তবে এই জুটি ভাঙার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইনিংস। নাঈম ২৯ বলে করেন ৬৫ রান।

ফখর ৩৩ বলে করেন ৫১ রান। এরপর মাত্র একজন দুই অঙ্কের রান করতে পেরেছেন। ব্যাটিংয়ে নামতে হয়েছে রিশাদেরও। ১ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। ২৭ রান খরচায় ৪ উইকেট নেন আব্বাস আফ্রিদি।

এমন ম্যাচে যেভাবে শুরু করা দরকার ডেভিড ওয়ার্নার ও টিম সাইফার্ট তেমন শুরুই এনে দেন করাচিকে। ওয়ার্নার ১৩ বলে ২৪ ও ১০ বলে ২৪ রান করেন সাইফার্ট। পাওয়ারপ্লে’র ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৮ রান।

এরপর সপ্তম ওভারে প্রথমবার বল হাতে আসেন রিশাদ। এসেই ফেরান জেমস ভিন্সকে। সেই ওভারে দেন ৭ রান। তবে পরের দুটো ওভারে খরুচে ছিলেন তিনি। নবম ওভারে ১৩ ও পরের ওভারে দেন ৮ রান। আসেনি কোনো উইকেট।

রিশাদের বোলিং শেষ হওয়ার পর শেষ ৪ ওভারে ৫৮ রান দরকার ছিল করাচির। ইরফান খান ও মোহাম্মদ নবীর তাণ্ডবে ৩ বল হাতে রেখেই রানটা পেয়ে যায় করাচি। ইরফান ৫ ছক্কায় ২১ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন।

এই জয়ে ৮ ম‍্যাচে পঞ্চম জয়ে তিন উঠে গেল করাচি। ৯ ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে নেমে গেল লাহোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here