১৩ জুন ২০২৩, ০৯:৪১ পিএম
সরকারের জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতিতে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে আইবাস প্লাস প্লাসের ব্যবহার শুরু হয়েছে। এর ফলে ঠিকাদাররা কোন বিলম্ব ছাড়াই এখন থেকে অনলাইনে বিল পেয়ে যাবেন।
মঙ্গলবার (১৩ জুন) প্রথমবারের মতো ই-জিপি পদ্ধতির ই-সিএমএস মডিউল ব্যবহার করে আইবাস প্লাস প্লাস সিস্টেমে সফলভাবে ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়।
ঢাকায় পরিকল্পনা কমিশনে অনলাইনে বিল পেমেন্ট চালুর সময় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক মো. শোহেলের রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। অনলাইনে এ বিল পরিশোধের মাধ্যমে ই-জিপি নতুন মাইলফলক অর্জন করলো।
সিপিটিইউ, আইবাস প্লাস প্লাস টিম, দোহাটেক ই-জিপি ইওএম টিম, নির্বাহী প্রকৌশলী, আরএইচডি নোয়াখালী এবং ঠিকাদারদের যৌথ প্রচেস্টায় অনলাইনে বিল পরিশোধ চালু করা সম্ভব হয়েছে।
অনলাইনে ঠিকাদারদের বিল পরিশোধের বিষয়ে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান দোহাটেকের প্রেসিডেন্ট এ কে এম শামসুদ্দোহা বলেন,‘আমরা খুব উচ্ছ্বসিত যে, ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে আর বিলম্ব হবে না। দ্রুত বিল পরিশোধ হওয়ায় ঠিকাদারদের তারল্য বাড়বে, যা প্রকল্প বাস্তবায়নকে দ্রুততর করবে।’
অর্থনীতিতে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইবাস প্লাস প্লাস মূলত বাংলাদেশ সরকারের সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ ব্যবস্থা, যার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন পরিশোধসহ সরকারের নানাবিধ আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন হয়ে থাকে।