ইমরানকে রাজনীতি থেকে বের করে দেয়া উচিত: মাওলানা ফজলু

logo

মানবজমিন ডেস্ক

(১৪ ঘন্টা আগে) ১০ মে ২০২৩, বুধবার, ৭:১০ অপরাহ্ন

mzamin

পাকিস্তানের রাজনীতি থেকে ইমরান খানকে বের করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলুর (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান। তিনি বলেন, বিদেশি এজেন্ডাবলে দেশের রাজনীতিতে ভিত্তি গড়েছেন ইমরান।

এ খবর দিয়েছে অনলাইন ডন। মাওলানা ফজলু রাজধানী ইসলামাবাদে মিডিয়ার সঙ্গে কথা বলেন বুধবার। এ সময় তিনি বলেন, তাকে যারা দেশের বাইরে থেকে নিয়ে এসেছেন, তাদেরকে ১২ বছর ধরে আমি যা বলে আসছি, তা আস্তে আস্তে সত্য প্রমাণিত হচ্ছে।