- ২৪ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুই দিনের ইতালি সফর শেষে ঢাকার পথে রয়েছেন। তিনি ইতালির রোম থেকে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেশের উদ্দেশ্যে রওনা হন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এর একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে তিনি ইতালি গিয়েছিলেন। তার এই সফরটি ছিল দুই দিনব্যাপী।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তার ইতালি ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ড. ইউনূস ঢাকা থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন।









