- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৭
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদের জন্য আবেদনপত্রে স্বাক্ষর করেছেন।
সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের প্রধান আনদ্রি সিবিহা এক ফেসবুক বার্তায় এই তথ্য জানান।
ফেসবুক বার্তায় তিনি বলেন, আবেদনপত্র এখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর সদর দফতরের পথে রয়েছে।
সংস্থাটিতে সদস্যপদের জন্য এই আবেদনের প্রক্রিয়া মূলত প্রতীকী। নতুন কোনো দেশকে ইইউর সদস্য হতে আবশ্যিকভাবে সংস্থাটির সব সদস্যদের সমর্থন প্রয়োজন হয়।
রাশিয়ার আগ্রাসনের মুখে ইইউর সদস্যপদের জন্য এই আবেদন করলো ইউক্রেন।
এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ আগ্রাসনে দেশটিতে রোববার পর্যন্ত ১৪ শিশুসহ ৩৫২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সূত্র : আলজাজিরা