- by নিজস্ব প্রতিবেদক
টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থাকা আওয়ামী লীগ আবারো চতুর্থবারের মতো সরকার গঠন করবে। এমন আশাবাদ দলটির প্রধান শেখ হাসিনার পর এবার শুনালেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের, ফাইল ছবি
জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, একইভাবে ক্ষমতায় থাকবে দলটি। সংবিধান সম্মতভাবে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটে আবারও উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবেন তারা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি
পূর্বপরিকল্পিত ‘ষড়যন্ত্রের অংশ’ হিসেবে নির্বাচনী মাঠে নামেনি বিএনপি- এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধের পাঁয়তারায় নির্বাচনে অংশ নেওয়ার অপকৌশল নিয়েছে দলটি। ইসির সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে ব্যাঘাত হলে তার দায় বিএনপিকে নিতে হবে। নিবন্ধিত দল হয়ে ইসির বিরুদ্ধে বিষোদগার করায় দলটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।