আসছে ১ বিলিয়ন ডলারের মার্কিন সয়াবিন

24 Live Newspaper

বাংলাদেশের তিনটি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে আগামী এক বছরে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের সয়াবিন আমদানি করবে। এই বিশাল পরিমাণ সয়াবিন ক্রয়ের জন্য মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রো সম্প্রতি একটি চুক্তি সম্পন্ন করেছে।

ফাইল ছবি

ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সয়াবিন রপ্তানি আগামী এক বছরে তিন গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এটিকে দুই দেশের মধ্যে কৃষি বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন বলেছেন, যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের জন্য বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি জানান, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে।

যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায় এই উদ্যোগকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব এবং কৃষি বাণিজ্যে একটি নতুন মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here