today-is-a-good-day
Thursday, May 2, 2024

‘আ’লীগের এমপি-মন্ত্রীরা ভিআইপিখানায় আর সাধারণ জনগণ লঙ্গরখানায়’

সমকাল প্রতিবেদক

০১ এপ্রিল ২২

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল- ফাইল ছবি

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল- ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘১৯৭৪ সালে ছিল আওয়ামী লীগের অ্যানালগ লঙ্গরখানা আর বর্তমানে চলছে ডিজিটাল লঙ্গরখানা। এখন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা থাকবে ভিআইপিখানায় আর সাধারণ জনগণ থাকবে লঙ্গরখানায়। তারা বেগমপাড়া করবেন আর সাধারণ জনগণ খাবার পাবে না। সামনে রমজান আসছে। একমুঠো চালের জন্য হাহাকার করে সাধারণ মানুষ। এভাবে দেশ চল তে পা রে না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে যুব ঐক্য পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘১৯৭৪ সালে খাবার নিয়ে কুকুর-মানুষের যে কাড়াকাড়ি, বর্তমানে টিসিবির পেছনে মানুষের লাইনে সেই দৌড়াদৌড়ি। এরপরও জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলে- দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে।’

সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।